বেনিনের বিরোধী দলীয় নেতার ২০ বছর কারাদণ্ড

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

বেনিনের বিরোধী দলীয় নেতা ও সাবেক আইনমন্ত্রী রেকিয়া মাদৌগৌকে শনিবার ২০ বছরের কারাদন্ড-দেয়া হয়েছে।
রাজধানী পর্তো-নভোতে বিশেষ আদালত সন্ত্রাসবাদের দায়ে তাকে এ সাজা দেয়। খবর বাসসের।
শুক্রবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মামলার শুনানির পর ইকোনমিক ক্রাইম অ্যান্ড টেরোরিজম কোর্ট বা ক্রিয়েট সন্ত্রাসবাদমূলক কর্মকান্ডে-জড়িত থাকার দায়ে ৪৭ বছর বয়সী মাদৌগৌকে দোষী সাব্যস্ত করে রায় দেয়া হয়। আদালত মঙ্গলবার বিরোধী দলীয় আরেক নেতাকে ১০ বছরের কারাদণ্ড দেয়।

পূর্ববর্তী নিবন্ধচুরি যাওয়া ম্যারাডোনার ঘড়ি উদ্ধার ভারতে
পরবর্তী নিবন্ধলেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ