বেনজীর আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিস

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতিসহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে ধরতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গতকাল মঙ্গলবার বিকেলে জানান, গত ১০ এপ্রিল এই রেড নোটিস জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। খবর বিডিনিউজের।

তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিসের তালিকায় এখনো বেনজীর আহমেদের ছবি বা নাম দেখা যাচ্ছে না। এ ব্যাপারে এআইজি এনামুল হক সাগর বলেন, ইন্টারপোলের ওয়েবসাইটে অধিকাংশ রেড নোটিস নিয়ন্ত্রিত, শুধু আইনপ্রয়োগকারী সংস্থা দেখতে পারে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে বেনজীর আহমেদের নামও সেখানে দেখা যাবে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর। তার আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র‌্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আগে থেকেই লোকমুখে আলোচনা ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপর বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে এক ডজনের বেশি দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া যুবলীগ ও শ্রমিক লীগের ২ নেতা নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাদেরীয়া চিশতীয়া পরিষদের ৩৬তম সুন্নি সম্মেলন