বেদে নারীদের হয়রানি থেকে মুক্তি চাই

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার এরিয়াকে শিক্ষানগরী বললে ভুল হবে না। চট্টগ্রামের চকবাজার অলি খাঁ মসজিদ মোড় হতে জামালখান মোড় পর্যন্ত এরিয়াতে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সুবাদে প্রতিদিন লক্ষাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা পথচারী চকবাজার অলি খাঁ মসজিদ হতে জামালখান মোড় পর্যন্ত চলাচল করতে হয়। সেই সুযোগ কে কাজে লাগিয়ে ঐ রাস্তায় প্রায় সময় শিক্ষার্থী ও পথচারীদের আটকিয়ে বেদে নারীরা জোরপূর্বক টাকা দাবি করে, টাকা না দিলে পকেটে হাত দিয়ে যা পাই তা নিয়ে নেন, লোকজনের সামনে করেন হেনস্তা। মানসম্মান ও ইজ্জতের কথা বিবেচনা করে অনেকে টাকা দিয়ে কোনো রকম পালিয়ে যাই তাদের হেনস্তা থেকে বাঁচতে। যা এই রাস্তায় চলাচল করা লক্ষাধিক শিক্ষার্থীর জন্য বিব্রতকর। অনেক শিক্ষার্থী হতে টাকা নিয়ে নেই এরপর বাসায় যাওয়ার গাড়ি ভাড়া ও থাকে না।

শিক্ষার্থীদের কথা চিন্তা করে বেদে নারীদের বিব্রতকর আচরণ ও চাঁদাবাজি হতে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেন তাহলে এই বিব্রতকর পরিস্থিতি হতে মুক্তি পাবে শিক্ষার্থীরা।

গাজী মো. আরাফাত হোসেন

শিক্ষার্থী,

রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ

পূর্ববর্তী নিবন্ধকিশোর কুমার : স্বতন্ত্র শৈলীতে অনন্য গায়ক
পরবর্তী নিবন্ধনারী