চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীভুক্ত বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মানবিক উপহার বিতরণ করা হয়েছে। ৩০০ জন তৃতীয় লিঙ্গের ও ২০০ জন বেদে জনগোষ্ঠী এ উপহার পেয়েছেন। গতকাল বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
বিতরণ করা উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ীয় সরকারের উপ-পরিচালক ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল, এনজিও কর্মী জেসমিন সুলতানা পারুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।












