বেদনা ভুলিতে চাই

সত্যজিৎ দাশ কাঞ্চন | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

কি গান গাবো যে আমি

তোমাদের জলসায়

সুর খুঁজে নাহি পাই

কথা যদি থেমে যায়

ক্ষমা করে দিও মোরে

বন্ধু সবাই।

সুখের পায়রা গুলো

উড়ে গেছে ভোর রাতে

এক নদী কান্না তাই

রেখেছি এখন সাথে

ক্ষমা করে দিও মোরে

সুখের এ উল্লাস

দুঃখের রাগিনী দিয়ে

ভরিয়ে দিলাম তাই ।

তোমাদের সুখ দেখে

আমারও স্মৃতি জাগে

আমি যে সকল সুখ

হারিয়ে ফেলেছি আগে

চাওয়া নেই পাওয়া নেই

ব্যর্থ এ জীবনে

হাসি দিয়ে গান দিয়ে

বেদনা ভুলিতে চাই।

পূর্ববর্তী নিবন্ধপ্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য থেকে নির্ভরতা কমিয়ে আনা হোক
পরবর্তী নিবন্ধআত্মবিশ্বাসই বাঁচার শক্তি