অনলাইন ক্লাসে আজ এইচএসসি স্টুডেন্টদের যে টপিকটা পড়াচ্ছিলাম সেটা বেশ জটিল আর বেদনাদায়ক। প্রতিটি বিবাহিত যুগলের চাওয়া থাকে তাদের সন্তান হবে, ভবিষ্যতে বংশ রক্ষা হবে। কিন্তু সব দম্পতির ভাগ্যে সেটা ঘটেনা।
হ্যা আজকের টপিক ছিলো “ঈধঁংবং ড়ভ রহভবৎঃরষরঃু”. পড়াতে পড়াতে কিছু মুখ ভেসে আসছিলো চোখের সামনে। মনটা বিষণ্ন হয়ে ওঠলো। এই রহভবৎঃরষরঃু র অনেক কারণ আছে, সেই কারণ গুলো নাই বললাম, শুধু একটা পরিসংখ্যানে বলা হয়েছে এই অক্ষমতার দায়ভার ৩০-৪০% পুরুষের, ৪০-৫৫% নারীর। আর ১০% এর জন্য স্বামী-স্ত্রী দুজনেই দায়ী। এই ১০% অক্ষমতার কোন ব্যাখ্যাই নেই। এখন একজন নারী কিংবা পুরুষের কোন অক্ষমতা না থাকা সত্ত্বেও যদি তাদের কোন সন্তান না হয় তার দায়ভার কি শুধু একজন নারীর? একজন পুরুষের কেন নয়? একজন নারীকে কেন প্রতিনিয়ত মানসিক যাতনা সইতে হবে? বলছিনা সব নারীর ক্ষেত্রে এমনটি ঘটে। কিন্তু ঘটে। ঐ নারীকে এমন পর্যায়ে হেনস্তা করা হয়, বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে ঐ নারীর। বিবেকবান মানুষেরা সব নিয়ে বিবেকের পরাকাষ্ঠা দেখায়, নিজেদের মহান করে তোলার কত ফর্মুলা ওরা জানে। ওদের প্রতি শুধু মাত্র করুণা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।