বেথোফেনের কী হয়েছিল জিন গবেষণার তথ্য দিলেন বিজ্ঞানীরা

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

প্রখ্যাত জার্মান সুরকার লুডভিগ ফান বেথোফেনের ইচ্ছা ছিল, তার অসুস্থতা নিয়ে যেন গবেষণা হয় এবং যতদূর সম্ভব সেই তথ্য যেন প্রচার করা হয়, যাতে মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখতে পারে। বেথোফেনের সেই ইচ্ছার সম্মানে তার মৃত্যুর প্রায় দুইশ বছর পর তার কয়েক গাছি চুল থেকে ডিএনএ বিশ্লেষণ করেছেন গবেষকরা। এতে তার বংশানুক্রম, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা এবং ৫৬ বছর বয়সে তার মৃত্যুর পেছনে কারণ কী থাকতে পারে, সে সম্পর্কেও ধারণা পেয়েছেন তারা। সিএনএন জানিয়েছে, নমুনা হিসেবে পাঁচ গাছি চুল নিয়ে করা সেই গবেষণার ফলাফল বুধবার কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।

গবেষক দলের সহলেখক জার্মানির লাইপজিগের ইনস্টিটিউট ফর ইভোলুশনারি অ্যানথ্রোপোলজির অধ্যাপক জোহানেস খ্রাউস জানান, গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল বেথোফেনের স্বাস্থ্য সমস্যা কী ছিল সেটি খুঁজে দেখা, এর মধ্যে প্রধান ছিল তার শ্রবণশক্তি কমে যাওয়া এবং ১৮১৮ সালে পুরোপুরি বধির হয়ে যাওয়ার বিষয়টি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা হবে ‘যুদ্ধ ঘোষণা’: মেদভেদেভ
পরবর্তী নিবন্ধরাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড