বেতারের শিল্পী সম্মানী বাড়ানোর দাবিতে স্মারকলিপি

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতারের শিল্পী সম্মানী বাড়ানো ও ১০ শতাংশ উৎস কর কর্তন মওকুফ করার দাবিতে চট্টগ্রাম বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের, রেডিও অ্যানাউন্সমেন্ট ক্লাব চট্টগ্রামের সভাপতি হাবিব রেজা করিম বাবলা, নজরুল শিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি জয়ন্তী লালা, কণ্ঠশিল্পী সুজিত রায়, লোক সঙ্গীতশিল্পী কল্যাণী ঘোষ, শিল্পী সাইফুদ্দীন মাহমুদ খান, সুরকার ও সঙ্গীত পরিচালক দীপেন চৌধুরী ও বেতার শিল্পী কামরুল আযম চৌধুরী টিপু। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এডিসি জেনারেল রাকিব হাসান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমাদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ বেতার কেন্দ্রে শিল্পসৃজন ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে অবদান রেখে চলেছি। কিন্তু যে সম্মানী প্রদান করা হয় তা একজন শিল্পীর মেধা এবং শ্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। একজন শিল্পী শ্রেণি হিসেবে সম্মানী পায় ৬৫০ টাকা, ৯০০ টাকা, ১০৫০ টাকা বা ১৩৫০ টাকা মাত্র। একজন শিশু শিল্পী পায় ২৫০ টাকা। একজন অনুষ্ঠান ঘোষক ছয় ঘণ্টা ডিউটি করে সম্মানী পায় ৪০০ টাকা মাত্র। সেখান থেকে আবার হঠাৎ করে ১০ শতাংশ উৎস কর কেটে রাখা হয় যা শিল্পীদের জন্য খুবই দুঃখজনক। তাই প্রধানমন্ত্রীর কাছে শিল্পীদের আকুল আবেদনশিল্পী সম্মানী বৃদ্ধি করে শিল্পীদের সম্মানিত করা হোক এবং ১০ শতাংশ কর কর্তন মওকুফ করা হোক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর হাতে সিনেমার পোস্টার তুলে দিলেন শিল্পীরা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার পাচ্ছেন শবনম