বেতাগী আস্তানায় আনজুমানে রহমানিয়ার মাহফিল

| বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় হাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রাঃ) শানে মাহফিল গত ২৫ আগস্ট অনুষ্ঠিত হয়। মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ’র সভাপতিত্বে ও মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর। বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াছ নুরী, আহমদ উল্লাহ মুহাম্মদ, জিয়াউর রহমান আবু শাহ, আমিনুল হক আল কাদেরী, দোস্ত মোহাম্মদ কবির, অ্যাডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমেদ, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরাকান সড়ক পরিবহন চেয়ার কোচ মালিক সমিতির বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধদিলোয়ারা ইউসুফের শিক্ষাসামগ্রী বিতরণ