বেতাগী আনজুমানে রহমানিয়ার শীতবস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বেতাগী আনজুমানে রহমানিয়া বেতাগী ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাস্টার দেলোওয়ার হোসেন সাইফু। উপস্থিত ছিলেন আহমদ সাঈদ, গাজী মো. জামাল উদ্দিন,মো. আলম শাহ, সৈয়্যদ মো. সাবেরুল ইসলাম, ফারুক আহমদ মাস্টার, সৈয়্যদ মো. শাহেদ হোসেন, ফজলুর রহমান রুবেল, মো. বখতিয়ার, মো. এহসানুল করিম, মো. দিদরুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মওলানা আব্দুস শাকুর, সৈয়্যদ মো. রুজেল, আব্দুল কাদের আকাশ, শাহেদুল ইসলাম টিটু, মুহাম্মদ আবু সৈয়্যদ, আব্দুল আজিজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি-৯১ ব্যাচের পুনর্মিলনী কাল
পরবর্তী নিবন্ধবলুয়ারদীঘি পাড়ে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসব আজ শুরু