বেতাগীতে উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

আরো ৫০ পরিবার পাচ্ছে ঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমি ও গৃহহীনদের নতুন নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার সকাল ১০ টার দিকে বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রামে সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে সেমি পাকাঘর উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রাম বিভাগের মধ্যে একমাত্র রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রী সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন। গতকাল শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রামের অন্যান্য সংসদ সদস্য ও চট্টগ্রামের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ার ভূমি ও গৃহহীন ৬০৬টি পরিবারের তালিকা করা হয়। প্রথম পর্যায়ে এরই মধ্যে দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছে ১১৫টি পরিবার। এখন দ্বিতীয় পর্যায়ে ৫০ পরিবারকে জমির সঙ্গে ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গৃহায়নের পর ওই এলাকায় পাকা রাস্তা তৈরি, বিদ্যুৎ সংযোগ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ঘর পাওয়া এ পরিবারগুলো সামাজিক বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পাবে।

পূর্ববর্তী নিবন্ধঅমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা
পরবর্তী নিবন্ধঅর্ধেক জনবল দিয়েই চলছে চট্টগ্রাম কাস্টমস