করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফসহ ৮ দফা দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু করেছে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ। গতকাল মঙ্গলবার নগরীর নিউমার্কেট এলাকায় এ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ছাত্রনেতারা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সেশনজট রোধে এইচএসসির ফল দ্রুত প্রকাশ, হল খুলে দেয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বাতিল করা, শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া ইত্যাদি।
গণস্বাক্ষর কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক টিকলু দে, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিশান রায়, কোতোয়ালী থানা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নাবিল, শুভ দেবনাথ, বর্ষা দেবী, নাদিয়া নূর প্রাপ্তি, শুভ নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












