বেতন কমিয়ে বার্সায় মেসি?

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০১ অপরাহ্ণ

লিওনেল মেসির চুক্তি এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চুক্তি নবায়নের বিষয়ে কাতালান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগার দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। এজন্য ৫০ শতাংশ বেতন কম নিতে রাজি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। বুধবার সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। সেটা হতে পারে শুক্রবারের মধ্যেই। বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে জুনের ৩০ তারিখের পর ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। গত বছর থেকেই তার চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতির দায়িত্ব নেওয়া হুয়ান লাপোর্তা শুরু থেকে বলে আসছেন, মেসিকে ক্লাবে ধরে রাখার ব্যাপারে তারা আশাবাদী। সবকিছু ঠিকঠাক চললে নতুন মৌসুমে আবারও হয়তো বার্সেলোনার জার্সিতেই দেখা যাবে মেসিকে।

পূর্ববর্তী নিবন্ধমেসির ফ্লাইটে বোমাতঙ্ক স্পেন যাত্রায় বিলম্ব
পরবর্তী নিবন্ধশংকা কাটিয়ে দারুণ প্রস্তুতি তামিমের