আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ দখল করে কটেজ ও দোকান নির্মাণের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড কঠোর অবস্থানে। বাঁধ দখল করে নির্মিত সকল স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত রবিবার দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া হয়।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি হুসাইন মুহাম্মদ জানান, বেড়িবাঁধ দখল করে কটেজ নির্মাণের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড অভিযুক্তদের নোটিশ প্রদান করেছে। সংশ্লিষ্ট ভূমি অফিসের তদন্তেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভূমি অফিসের তদন্তে দেখা যায়, কটেজ নির্মিত ভূমির প্রকৃত মালিক সরকারের পানি উন্নয়ন বোর্ড। তাই সরকারি সম্পত্তি দখল করে কোন ধরনের স্থাপনা নির্মাণ করার সুযোগ কারো নেই।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, উপকূলীয় রায়পুর ইউনিয়নের পুরুয়া পাড়ায় বেড়িবাঁধ দখল করে কটেজ ও দোকান নির্মাণের ঘটনায় স্থানীয় অভিযুক্ত ফাহাদ সালেহ নামের এক ব্যক্তিকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। উক্ত ব্যক্তি নিজ উদ্যোগে আজ কালের মধ্যে কটেজ গুলো অপসারণ করে না নিলে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করা বেআইনী, এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা জনস্বার্থে সব ধরনের সহযোগিতা করবো।