বেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের চক্ষু ক্যাম্প

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির উদ্যোগে নগরীর ওয়াজেদিয়া কুয়াইশ রোড সংলগ্ন বাদশা ক্লাবে গত ১৪ অক্টোবর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুস্থ রোগিদের চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ, স্বাস্থ্য সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচিতে ২৩৫ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয় এবং ৩৭ জন চক্ষু রোগীর ছানি অপারেশন আগামী নভেম্বর মাসের ২ ও ৩ তারিখ লায়ন্স চক্ষু হাসপাতালে করা হবে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর এম ডি এম মহিউদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন লায়ন তাহের আহমেদ, লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, লায়ন জসীম উদ্দীন, লায়ন একেএম সালাউদ্দিন কাউছার লাবু, লায়ন মোহাম্মদ আবু তাহের, লায়ন সেলিম রেজা চৌধুরী, লায়ন মন্‌জুর আলম চৌধুরী, লায়ন জয়ন্ত বড়ুয়া,লায়ন হাজী মোহাম্মদ ইউনুস প্রমুখ।

উপস্থিত ছিলেন লিও মোহাম্মদ শওকত, লিও আরাফাত হাসান, লিও অচিন দাশ, লিও সামান্তা, লিও শুভ বিশ্বাস, লিও লিপি, লিও শাহেদা, লিও মাহি, লিও হায়দার, লিও ফাহমিদা, লিও শরিফা, লিও নিবিড়, লিও রাকিব, লিও করিম ও লিও সামিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করলেন নওফেল, দিলেন ভর্তুকিও
পরবর্তী নিবন্ধছয় মাসে প্রাণ ফিরে পেল সাপে কাটা ৪৫ রোগী