বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক এলাহী সোহেলের মাতা বেগম শামসুর নাহার (৬৮) গতকাল শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন।) তিনি সাধনপুর ইউনিয়নের চৌধুরী বাড়ি টলোকার মরহুম শামসুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। বেগম শামসুর নাহারের মৃত্যুতে বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। আজ রোববার যোহরের নামাজের পর মরহুমের নামাজে জানাজা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।