‘বই খুলুক রুদ্ধ দুয়ার, বইয়ে হোক চেতনার বিকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া পাঠাগারের উদ্যোগে বেগম রোকেয়া দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় রাউজান পৌরসভার রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।
শুরুতেই সংগীত পরিবেশনায় অংশ নেন নিঝুম চৌধুরী ও সায়ন্তী বড়ুয়া। পাঠক বক্তব্য উপস্থাপন করেন সুদীপ্তা দাশ, বর্ণা সরকার ও তুহিন বড়ুয়া। আবৃত্তি পরিবেশন করেন ঋদিশা দে ও তৃষা দে। তবলায় সঙ্গত দেন উর্মি দে ও টিটন দাশ। আলোচনা সভার আলোচ্য বিষয় ছিল, ‘কৌতূহলী মনন ও জ্ঞানার্জন আলোকিত মানুষ গড়ে।’
এতে আমন্ত্রিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভ্রা বিশ্বাস, লিটন কান্তি সরকার, উৎপল কান্তি বড়ুয়া এবং লিটন কুমার চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন স্যার আশুতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাজীব চক্রবর্তী, রাউজান ইংলিশ স্কুলের পরিচালক সৈয়দ ইউসুফ আমিন, অধ্যক্ষ গৌতম মল্লিক এবং চিত্রকর ও প্রশিক্ষক রানা সোহেল। এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি প্রিয়ম কুমার দে। সভায় বেগম রোকেয়ার জীবন, কর্ম ও শিক্ষাদর্শন নিয়ে আলোচনা করা হয় এবং পাঠাগারভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
কাঠপেন্সিল আর্ট স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী পরিচালনা করেন চিত্রকর ও প্রশিক্ষক রানা সোহেল এবং নূর উল্লাহ তৌকির। প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন শিল্পকর্ম স্থান পায়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্বে বর্ষসেরা পাঠক ও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












