চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনিবাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব আহসান উল্লাহর মাতা বেগম মনোয়ারা আলী (১০৫) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুমার নামাজের জানাযা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চাঁদপুর হাইমচর কমলাপুর গ্রামের স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম. এ তাহের খান, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।