মহানগর আওয়ামী লীগ নেতা এহছানুল আজিম লিটনের মাতা কেফায়েত অ্যান্ড সন্সের সাবেক চেয়ারম্যান বেগম নুরজাহান দীর্ঘ অসুস্থতার পর গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬ ছেলে ৩ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বেগম নুরজাহানের ইন্তেকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি কাইয়ুম নিজামী, মহানগর সভাপতি আশীষ নন্দী ও জাতীয় নজরুল পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।