বেগম জিয়ার মুক্তি ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে

উত্তর জেলা বিএনপির সমাবেশে বক্তারা

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন- অধিকার বঞ্চিত বাঙালি সবধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।অথচ ৫০ বছর পরও আমাদের স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়ন হয়নি। বক্তারা বেগম জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাসহ স্বাধীনতার চেতনা তথা জনগণের সব ধরনের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন এম,এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,এডঃ আবু তাহের, জসিম উদ্দিন শিকদার,আব্দুল আউয়াল চৌধূরী, আজম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যান ,নুরুল আমিন চেয়ারম্যান,এড: এনামুল হক ,আবু আহমেদ হাসনাত,শওকত আলী নূর,অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,কাজী সালাউদ্দিন,সোলাইমান মঞ্জু, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন দুলাল,জাকির হোসেন,শাহীদুল ইসলাম চৌধুরী,আবু জাফর চৌধুরী, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান ,মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান,ডা. রফিকুল ইসলাম,কৃষক দলের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম বদরুল।

পূর্ববর্তী নিবন্ধচসিকের মুক্তিযোদ্ধা সংবর্ধনা : প্রশংসনীয় উদ্যোগ
পরবর্তী নিবন্ধমহানগরী রিকশা চালক মালিক ঐক্য পরিষদের সমাবেশ