সাবেক সিটি মেয়র, আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে তাঁর নিজ বাসভবনে গতকাল শুক্রবার বাদে জুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং জেয়াফতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। এ সময় অন্যদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ইউনুস রজবি, সমাজসেবক মিনহাজুল আনোয়ার, মাওলানা ইমরান, সিরাজুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












