বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন

দোয়া মাহফিলে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সাবেক সিটি মেয়র, আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে তাঁর নিজ বাসভবনে গতকাল শুক্রবার বাদে জুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং জেয়াফতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। এ সময় অন্যদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ইউনুস রজবি, সমাজসেবক মিনহাজুল আনোয়ার, মাওলানা ইমরান, সিরাজুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৯ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা