চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে।
গতকাল বুধবার ফটিকছড়ি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মিহির চক্রবতী, মুনসুর আলম চৌধুরী, আজম খান, কেএম আজম, মোজাহারুল ইকবাল, এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, আরফাত তোষারসহ পৌরসভার বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগের দিন ৫ ও ৬ জানুয়ারি সরওয়ার আলমগীর উপজেলার বাগানবাজার ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন ও বক্তপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দোয়া মাহফিলে অংশ নেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











