বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

বোয়ালখালীতে দোয়া মাহফিলে বক্তারা

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশ ও জাতির ক্রান্তিকালে তাঁর আপসহীন নেতৃত্ব এবং মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় দেশবাসীকে সাহস জুগিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বোয়ালখালী গোমদন্ডী বুড়ির পুকুর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালী পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আকবর চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউছুপ চৌধুরী, উপজেলা যুবদলের মহসিন খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : ইউএনও
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে