বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকবার্তায় উল্লেখ করা হয়, তাঁর বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে সুদৃঢ় অবস্থান লাভ করেছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া আজ (৩১/১২/২০২৫) বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিবার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।












