বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে লন্ডনে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক শাহেদ শফিক বার্তা সংস্থা বাসসকে এ কথা জানান।

তার ভাষায় ডা. জাহিদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগপ্রবণ স্বরে বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন, তার স্বাস্থ্যের উন্নিত হচ্ছে। ‘আজ তো শনিবার, এখানে সাপ্তাহিক ছুটির দিন’ এ কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, লন্ডনে আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্ন সহকারে ম্যাডামকে দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষানিরীক্ষাও চলমান। তিনি পরিবারের সবার সঙ্গে সময় দিচ্ছেন। অনেক হাসিখুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মুক্তিপণে ছাড়া পেলেন এক কাঠুরিয়া
পরবর্তী নিবন্ধদ্রুত নির্বাচন হলে সব সংকট দূর হয়ে যাবে : ফখরুল