বেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাস্তবমুখী শিক্ষা দিতে হবে

সিবিইউএফটিতে কর্মশালায় চবি উপাচার্য

| রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ বিষয়ক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল বক্তা ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। সভাপতিত্ব করেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন সিবিইউএফটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। কর্মশালা সঞ্চালনা করেন প্রফেসর নাজমুল হুদা।

উপাচার্য ড. মো. আবু তাহের বলেন, আমাদের দেশের বেকারত্ব দূর করতে হলে ব্যবসাবাণিজ্য ও শিল্পকারখানায় যে জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হয় সে আলোকে বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও বাস্তবধর্মী শিক্ষা প্রদান করতে হবে। শিল্পপ্রতিষ্ঠান ও কর্পোরেট হাউসগুলোর সাথে সম্পর্ক এবং বন্ধন দৃঢ় করতে হবে। সভাপতির বক্তব্যে সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনে সফল হওয়া সম্ভব। আপনারা লক্ষ্য স্থির করুন, আলোকিত পথ অনুসরণ করুন, এতে আসবে সফলতা। সিবিইউএফটির ভাইস উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, আধুনিক সমাজ বিনির্মাণে ব্যবসাবাণিজ্য ও শিল্পয়নের সহিত শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা ওতপ্রোতভাবে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসির দণ্ড
পরবর্তী নিবন্ধবিশ্বে শান্তিময় ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ