বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে রিবা অ্যান্ড ফিন্যান্সিয়াল প্র্যাকটিস শীর্ষক সেমিনার ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ফাহিম উদ্দিন আহমদ আরিফ। কি–রিসোর্স পারসন ছিলেন কানাডার ইয়র্কভ্যালি ইউনিভার্সিটির একাউন্টিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরীন আফরিনের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম তারেক, চবি আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, ট্রেজারার ইনচার্জ প্রফেসর ড. হযরত আলী মিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থী যারা আগামী দিনে কর্মজীবনে প্রবেশ করবেন, জীবনের শুরু থেকেই কিভাবে আপনার পেশাগত জীবন গঠন করবেন তার একটা পরিকল্পনা থাকতে হবে। কি–রিসোর্স পারসন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম বলেন, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যা পশ্চিমারাও গ্রহণ করেছে। ইনসাফভিত্তিক সমাজ গঠন, দরিদ্র ও বেকারত্ব দূরীকরণে ইসলামিক ব্যাংকিং চর্চার কোনো বিকল্প নেই, তাই নামে নয়, সত্যিকারের অর্থেই সমাজে ইসলামি ধারার ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।