বেইলি রোডে অগ্নিকাণ্ড

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

এ বছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের র ঘটনা ঘটে ২৯ ফেব্রুয়ারি। ঢাকা শহরের বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মৃত্যুবরণ করেন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কা”িচ ভাই রেস্তোরাঁ, স্যামসাংয়ের শোর“ম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইল্লিয়িন, খানা’স ও পিৎজা ইন উল্লেখযোগ্য। পুরো ভবনের প্রতিটি তলায় রেস্তোরা থাকায় ভবনে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল, যার ফলে দ্র“ত আগুন ছড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনা ফেরার দেশে ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক
পরবর্তী নিবন্ধতোফাজ্জল হোসেনকে গণপিটুনিতে হত্যা