এ বছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের র ঘটনা ঘটে ২৯ ফেব্রুয়ারি। ঢাকা শহরের বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মৃত্যুবরণ করেন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কা”িচ ভাই রেস্তোরাঁ, স্যামসাংয়ের শো–র“ম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইল্লিয়িন, খানা’স ও পিৎজা ইন উল্লেখযোগ্য। পুরো ভবনের প্রতিটি তলায় রেস্তোরা থাকায় ভবনে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল, যার ফলে দ্র“ত আগুন ছড়িয়েছে।