বেইলি ব্রিজ ভেঙে নদীতে পাথর বোঝাই ট্রাক

দীঘিনালা-বাঘাইছড়ি বাস-ট্রাক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। গত মঙ্গলবার সকালের এ ঘটনায় বাঘাইছড়ির সাথে ট্রাক ও বাস যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে পর্যটকবাহী জিপ যাতায়াত করছে।

সেতুর পাশে লাগোয়া দোকানের মালিক তরুণ জ্যোতি চাকমা জানান, সকালে সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাথর বোঝাই ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রিজ ভেঙে যাওয়ায় বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন চলাচলাকারীরা।

দুঘর্টনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজাম্মানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর ২০ ইসিবির উপ অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজটি চালু করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কোনো নির্বাচন বিতর্কিত হতে দেব না : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধনিয়োগ পরীক্ষায় আবেদন করেও প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ