বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে পাথর বোঝাই একটি ট্রাক। গতকাল সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান-রাঙামাটি সড়কের ৩৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি পর্যবেক্ষণ করে মেরামতের জন্য সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থলে গেছেন। দ্রুত সড়কটি চালু করার চেষ্টা করছি।
চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ট্রাকটি চন্দ্রঘোনা থেকে বান্দরবান যাচ্ছিল। স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত। সড়ক ও জনপথ বিভাগ অফিস সূত্রে জানা গেছে, ব্রিজটির সামনে পাঁচ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ কথাটি লেখা থাকা সত্ত্বেও ড্রাইভাররা তা মানেন না। ফলে এই দুর্ঘটনা ঘটল।
বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, রাঙামাটি বান্দরবান প্রধান সড়ক দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে এই সড়ক দিয়ে রাজারহাট, পদুয়া, দশমাইল, ব্রিজ ঘাটার লোকজন বাঙালহালিয়া বাজারে যাতায়াত করেন। তাই জনস্বার্থে এটি দ্রুত সংস্কার জরুরি।