বেইজ বিলিয়াডর্সের এইট বল পুল সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৪৪ অপরাহ্ণ

বেইজ বিলিয়াডর্স এর উদ্যোগে ইন হাউস এইট বল পুল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ১৯ অক্টোবর রাতে সম্পন্ন হয়। তিন ঘন্টাব্যাপী উত্তেজনাকর খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেন অনিক রহমান এবং রানার্স আপ হন আব্দু রাশীদ সাইফুল। ফাইনাল খেলা দেখার জন্য বেইজ বিলিয়ার্ডসের খেলোয়াড়সহ বহু ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের ফুটবল প্রতিভা খুঁজে বের করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছে ফিফা
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি সোবহানা জ্যোতিদের