দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’–এ অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি ‘নতুন কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন কানাডার প্রধানমন্ত্রী। বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বৈঠকে মার্ক কার্নি বলেন, ‘অতীতের সম্পর্কের সেরা দিকগুলোকে ভিত্তি করে আমরা একযোগে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারি।’ খবর বাসসের।
তিনি বিশেষ করে কৃষি, জ্বালানি ও অর্থনীতি এ তিনটি খাতে দ্রুত অগ্রগতির সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, কানাডার পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতেই কার্নি চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতার উদ্যোগ নিয়েছেন। কানাডার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, গত বছরের অক্টোবরে এপেক শীর্ষ সম্মেলনে তাদের সাক্ষাতের পর থেকে চীন–কানাডা সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে।












