বেইজিংয়ে বন্যায় এক নার্সিং হোমেই নিহত ৩১

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

চীনে গত কয়েকদিন ধরে দেখা দেওয়া ভয়াবহ বন্যা বেইজিংয়ের উপকণ্ঠের এক বয়স্ক পরিচর্যা কেন্দ্রের ৩১ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ভিডিও ফুটেজে দেখা গেছে, মিয়ুন জেলার ওই বাড়িতে আটকে থাকাদের বের করে আনার চেষ্টায় জরুরি পরিষেবার কর্মীদের বুক সমান পানিতে সাঁতরাতে হচ্ছে। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলেও জানা গেছে। খবর বিডিনিউজের।

এ ঘটনার পর ‘জরুরি উদ্ধার পরিকল্পনায় দুর্বলতা’ থাকার কথা স্বীকার করে নিয়ে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ঘটনা একটি ‘বেদনাদায়ক শিক্ষা’ যা সবাইকে ‘সতর্কবার্তা দিয়েছে’। চীনজুড়ে গ্রীষ্মকালীন দুর্যোগের মধ্যে কেবল বেইজিংয়ে বন্যায় ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে বিবিসি। জুলাইয়ের শুরুতে চীনের পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে, ওদিকে দেশটির দক্ষিণপশ্চিম ভুগেছে বন্যায়। বন্যা আঘাত হানার সময় নার্সিং হোমটির ভেতরে ৭৭ জন বৃদ্ধ ছিলেন, তাদের মধ্যে ৪০ জনই প্রায় ৬ ফুট পর্যন্ত উঠে যাওয়া বন্যার পানিতে আটকা পড়েন, জানিয়েছে চীনা গণমাধ্যমগুলো।

তাইশিতুন এলাকায় অবস্থিত ওই পরিচর্যা কেন্দ্রটি প্রধানত গুরুতর প্রতিবন্ধী, স্বল্প আয়ের মানুষ ও জীবনযাপনের জন্য যৎসামান্য ভাতা পাওয়া বৃদ্ধদের সেবা দেয় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে, নার্সিং হোমটি শহরের যে এলাকায় অবস্থিত, সেই মধ্যাঞ্চল নিরাপদ বলে বিবেচিত হয়ে এসেছে, যে কারণে লোক সরিয়ে নিতে হবে এমন জায়গার তালিকায় একে রাখা হয়নি। আমাদের জরুরি পরিকল্পনায় যে দুর্বলতা আছে তা এতেই বোঝা যাচ্ছে। চরম আবহাওয়া নিয়ে আমাদের বোঝাপড়া অপর্যাপ্ত, এই বেদনাদায়ক শিক্ষা একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে,” বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন চীনের এক কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনরেন আবৃত্তি একাডেমির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা
পরবর্তী নিবন্ধরাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬