বেঁচে থাকুক সম্পর্ক

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। ভিত্তিহীন ভাবে কোনো কিছুই টিকে থাকে না। সম্পর্কের মাঝে যদি বিশ্বাসটা না থাকে সেই সম্পর্ক খুব বেশিদূর যায় না। সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসা দিলেই হয় না, সম্পর্কটাকে টিকে রাখতে কিছু রাগ, অভিমান, কারণেঅকারণে মিষ্টি ঝগড়া দরকার। তবে বিশ্বাসের মূল ভিত্তি থাকা আবশ্যক। কেননা চুলার আগুন যেইভাবে চাউলকে ভাতে পরিনত করে ঠিক তেমনি আগুনের তাপ বাড়িয়ে দিলে ভাত পুড়ে যায়। তাই রাগ অভিমানের পরিমাপ নির্দিষ্ট রাখা দরকার, না হয় সম্পর্কটাও পুড়ে যাবে। বাকি রইল বিশ্বাস, এই বিশ্বাসের অনুপস্থিতে সম্পর্কটাও ঠিকভাবে গড়ে উঠা সম্ভব না। রাগ, অভিমান, ঝগড়া এগুলো সম্পর্ককে মজবুত করে, সাথে এইগুলোর মাত্রা বাড়িয়ে দিলে সম্পর্ক নষ্ট হয়। আর বিশ্বাস ও ভালোবাসার মাধ্যেমে সম্পর্ক পূর্ণতা পায়। তাই এই বিষয়গুলো মাথায় রেখেই সম্পর্কে জড়ানো উচিত, অন্যথায় রাগ অভিমানের কারণে সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুত্ব হোক প্রকৃতির সঙ্গে
পরবর্তী নিবন্ধসফল হোক চট্টগ্রাম জেলা প্রশাসকের গৃহীত সব উদ্যোগ