তার আগেও আমি বেঁচে ছিলাম
এবং তার আগেও
চোখে কাজল এঁকে কপালে টিপ পরতাম
আয়নায় দাঁড়িয়ে নিজেকে কতবার দেখেছি
নিজেই হেসেছি নিজের সাথে..
তখনো বেঁচে ছিলাম
বেঁচেছিলাম সুন্দরে
আত্মার পূর্ণতায়
পার্থিব লেনাদেনায় অপটু আমি
এখনো বাঁচতে চাই
এখনো বাঁচাতে চাই আত্মাকে
অমিয় সুন্দরে
আমার ক্ষত আত্মায় দাওয়া আমিই দিতে পারি
আমিই চিৎকার করে কাঁদতে পারি
কান্নাভেজা চোখে হাসতেও পারি
প্রতিটি নিঃশ্বাসে বদলে নেই নিজেকে
নিজেকে ভালোবেসে নিজের আত্মাকে ভালোবেসে
আত্মার মঙ্গল হোক
ভালোবাসা বেঁচে থাক চিরকাল
ভালো রাখি ভালো থাকি….