চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে নগরীর কোথাও কোনো ময়লা পড়ে থাকতে দেখা গেলে পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সকাল সাড়ে ৮টার মধ্যে নগরীর সকল রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত দেখতে চাই। যারা আমার এই নির্দেশ সঠিকভাবে পালন করবে তাদের পুরস্কৃত ও যারা করবে না তাদের জন্য তিরস্কারের পাশাপাশি থাকবে শাস্তির ব্যবস্থা। এছাড়াও ৩০ ডিসেম্বরের মধ্যে টিজির দখলকৃত জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-সুপারভাইজারদের এক সভায় একথা বলেন সুজন। সভায় অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন। এসময় প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসক সুজন বলেন, পরিচ্ছন্ন সুপারভাইজারদের অফিস থেকে নির্দিষ্ট যে পোশাক সরবরাহ করা হয়েছে, তাদের তা পরে কাজ করতে হবে। এতে কর্মস্থলে কর্মীদের চিনতে সুবিধা হবে নগরবাসীর। তিনি বলেন, আমার দায়িত্বের ৫ মাস অতিবাহিত হতে চললেও এখনো নগরীর কিছু এলাকা থেকে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার ও রাস্তা ঝাড়ু দেয়া হয় না বলে অভিযোগ পাই আমি। এটা কাম্য না। আমি চাই আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এর আগে দুপুরে পতেঙ্গায় রাজস্ব সার্কেল-৮ এর অধীনে স্পট হোল্ডিং ট্যাঙ ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে যোগ দেন সুজন। এ সময় তিনি বলেন, নাগরিকের দেয়া পৌরকরের টাকায় এলাকায় উন্নয়ন কাজ করা হয়। নিয়মিত কর না দিলে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তা-ঘাটের সংস্কারকাজ বাধাগ্রস্ত হয়।
এ সময় ভোগান্তি দূর করতেই স্পট হোল্ডিং ট্যাক্স গ্রহণ ও ট্রেড লাইসেন্স ইস্যু করা হচ্ছে বলে জানান তিনি। নতুন ভূমি অফিসের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, কর কর্মকর্তা মো. সৈয়দ (লাইসেন্স) ও মো. নুরুল আলম (কর)। এ সময় কাউন্সিলর প্রার্থী ফরিদুল আলম, লিটন মহাজন, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, গতকাল প্রথম দিনে স্পটে সাড়ে ৪ লাখ টাকা নগদ পৌরকর গ্রহণ ও ২২টি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। ডিসেম্বর মাসব্যাপী সারচার্জ ছাড়া পৌরকর প্রদান ও ট্রেড লাইসেন্স ইস্যু করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।