বৃহত্তর যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে ব্লিনকেন

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে বলেছেন, সমবেত শান্তি প্রচেষ্টা ছাড়া গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। ওই অঞ্চলজুড়ে বিস্তৃত একটি যুদ্ধের সম্ভাবনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন ব্লিনকেন। উদ্দেশ্য মধ্যপ্রাচ্যজুড়ে পাঁচ দিনের এক সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে রোববার তিনি জর্ডান ও কাতার সফর করেছেন। সোমবার এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করবেন। উদ্দেশ্য কাতারের রাজধানী দোহা থেকে আবুধাবি গিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

সেখান থেকে যাবেন ইসরায়েলে। চলতি সপ্তাহে তার ফিলিস্তিনের পশ্চিম তীর ও মিশরে যাওয়ারও কথা রয়েছে, জানিয়েছে রয়টার্স। দোহায় এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেছেন, এটি অঞ্চলের জন্য গভীর উত্তেজনার একটি মুহূর্ত। সংঘাত খুব সহজেই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে, আর তা আরও নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের কারণ হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গালান্ট জানিয়েছেন, গাজায় আক্রমণের তীব্র ইঙ্গিত দিয়েছে তার দেশ ফিলিস্তিনি ছিটমহলটি শাসনকারী গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানসমর্থিত অন্য প্রতিপক্ষগুলোকে নিরস্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে পোলিও সুরক্ষা দলকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫
পরবর্তী নিবন্ধ৫০ বছর পর চাঁদে রওনা হল মার্কিন রকেট