বৃহত্তর মাইজপাড়া মহল্লা সর্দার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উত্তর মাইজপাড়ার প্রতি সর্দার ৩১ জন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উত্তর মাইজপাড়ার হাজী মোঃ জানে আলম সর্দারের কমিটির সভাপতি মাওলানা মোঃ মুনিরুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ রাজু নির্বাচিত হন। মোতালেব সর্দারের কমিটির সভাপতি হন হাজী মোঃ ইদ্রিস ও সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আজাদ। মোঃ ইকবাল সর্দার কমিটির সভাপতি হিসেবে হাজী মোঃ এরশাদ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হাজী মোঃ মুসলিম উদ্দীনের নাম ঘোষণা করেন।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর মাইজপাড়া মহল্লা সর্দার কমিটির আহবায়ক হাজী মোঃ জানে আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নুরুল আলম, সমাজসেবক এস.এম ইসলাম, মোঃ নাছির আলম, মুফতি মাওলানা মোঃ আবদুন নবী হক্কানী, মাওলানা মোঃ মনসুর আলী, মোঃ ইলিয়াছ, সাইফুল ইসলাম সোহাস, আলী আজম, অনিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।