হোটেল আগ্রাবাদে বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের উদ্যোগে এ এইচ এম করম আলীর স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল গত ১৩ মার্চ অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক ও সমিতির যুগ্ম–সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী। তিনি আর্ত মানবতার সেবায় উদ্বুদ্ধ বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামকে ব্যাপক প্রচারের মাধ্যমে চট্টগ্রামস্থ বৃহত্তর ঢাকাবাসীকে সংগঠনের পতাকাতলে একতাবদ্ধ করার আহ্বান জানান।
সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু, মা ও শিশু হসপাতালের গভর্নিং বডির সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, ঢাকা সমিতির প্রিন্সিপাল এম এ
কাশেম, অধ্যাপক ডা. মোজাম্মেল হক শারিফী, ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, মো. সালাউদ্দিন রোমান, শাহানারা বেগম, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, মো. ইমদাদুল হক, হাফেজ মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ডা. এম এ মতিন, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, মো. আলমগীর সরকার, এম ফজলে করিম, সাইফুল করিম আরিফ, মো. ওমর মজিবুর রহমান, মো. আবু বকর ছিদ্দিক, সামছুল হুদা, নুর আহম্মদ আবেদীন, ইঞ্জিনিয়ার ফেরদৌসুল কবির প্রমুখ।
বক্তারা বৃহত্তর ঢাকা সমিতির ফ্রি ক্লিনিক কার্যক্রমকে বৃহদাকারে চালু রাখতে দুস্থ ও আর্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
মরহুম এ এইচ এম. করম আলীসহ বৃহত্তর ঢাকা সমিতির এ যাবত পর্যন্ত যাঁরা ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।