বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রাম ও বিশাপের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ঝাউতলা নিবেদন ক্লাব মাঠে সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পিলু, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুজিবুর রহমান, হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, রওশন আরা চৌধুরী, বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, তারেক বিন কাশেম, ফেরদৌস আলম, মো. ফয়সাল, মো. ইমরান আলম রাজু প্রমুখ।
সিনিয়র শিক্ষক মাহবুব মিন্টুুর পরিচালনায় প্রধান অতিথি বৃহত্তর ঢাকা সমিতি দুস্থ মানুষের মাঝে শীতকালীন শীতবস্ত্র বিতরণ ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করেন। বিশেষ করে আগামীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশাপের নির্বাহী পরিচালক এস এম. তারেক জাবেদ। প্রেস বিজ্ঞপ্তি।