বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সভা স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল ৩টায় দৈনিক পূর্বকোণ ভবনে মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল হক, ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর শহিদুল আলম, আব্দুল হালিম দোভাষ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর ফজলে আকবর শাজাহান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, লায়ন নুরুল আলম, সৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী, এস এম মাইনুদ্দীন, অ্যাডভোকেট ফয়েজুর রহমান বেলাল, তাজদিকুল আলম খান, এস এম সিরাজ উদ্দোলা, কাজি গোলাপ রহমান, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, গোফরান চৌধুরী, নুরুল আবছার, মুহাম্মদ নুরুদ্দীন, নুরুল ইসলাম রিপন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম ঘোষিত বাণিজ্যিক রাজধানী হলেও বাণিজ্যিক রাজধানীর অবকাঠামোগত উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে না। সংসদে বিল এনে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিল পাশ করে চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।