‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়’ এই স্লোগানে এবার উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবসে বৃহত্তর চট্টগ্রামে (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) মোট ভোটারের পরিসংখ্যানে দেখা গেছে, হালনাগাদ ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার ৩৪২ জন। হালনাগাদ ভোটারসহ বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পৌনে ১ কোটি (৮৪ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন)। এদিকে, জাতীয় ভোটার দিবসে নতুন বছরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বলেন, বাংলাদেশের প্রকৃত নাগরিক, যাদের বয়স ১৮ বছর, ভোটার হওয়ার ব্যাপারে তাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছরের মতো এবারও নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে। চট্টগ্রামে সকালে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করা হয়। এরপর কেক কাটা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে হালনাগাদ ১৭ হাজার ৩৯৫ জন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ লাখ ৯২ হাজার ২৬ জন, মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৮ জন।
চট্টগ্রাম জেলায় হালনাগাদ ৪৬ হাজার ৮০৩ জন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৩৭ লাখ ৮১ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ লাখ ৭৫ হাজার ৭৮ জন এবং মহিলা ভোটার ১৭ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন।
কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন আজাদীকে জানান, কঙবাজার জেলায় হালনাগাদ ১ লাখ ৩ হাজার ৫৮৯ জন ভোটার বেড়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭১ হাজার ৬৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৯ হাজার ৪৯৭ জন, মহিলা ভোটার ৬ লাখ ৫৮ হাজার ৫৮৫ জন।
রাঙামাটি জেলায় ৪২ হাজার ৫৫৫ জন ভোটার বেড়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৩৯১ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৮৮৪ জন।
এদিকে বান্দরবানে হালনাগাদ ভোটার সংখ্যাসহ এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪৩০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭৪২ জন।
খাগড়াছড়ি জেলায় হালনাগাদ ভোটার সংখ্যাসহ এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৪২ জন, মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭৫ জন।