দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে গতকাল উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৃহত্তর চট্টগ্রামের ৯০ জন মনোনয়নপ্রত্যাশী। ফরম সংগ্রহকারীদের সঙ্গে ছিলেন হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক। তাদের পদচারণায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ভোর থেকে মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উচ্ছ্বাস বাড়তে থাকে।
গতকাল প্রথম দিনে অনেকে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আনোয়ারা আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল মনোনয়ন ফরম নেননি। এই দুই আসন থেকে অন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এই দুই মন্ত্রী আজ নেবেন বলে জানা গেছে। অপরদিকে নগরীর কোতোয়ালী আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। বন্দর–পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলমও গতকাল সংগ্রহ করেননি। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় দেখা যায়, রাঙ্গুনিয়া ও আনোয়ারা ছাড়া বর্তমান সংসদ সদস্যদের পাশাপাশি প্রতিটি আসনে নতুন মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি। গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামসহ সারা দেশের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে ভিড় করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে। চট্টগ্রামের বর্তমান মন্ত্রী–এমপিদের মধ্যে যারা গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সঙ্গে ছিলেন জেলা–উপজেলার হাজার হাজার নেতাকর্মী। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব আজাদীকে বলেন, চট্টগ্রাম বিভাগে প্রথম দিনে ২০১টি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোয়নপ্রত্যাশীরা। প্রথম দিনে চট্টগ্রাম বিভাগে ৫০ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে ২০টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯০ জন। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে (আনোয়ারা ও রাঙ্গুনিয়া ছাড়া) ১৪টি আসন থেকে ৬৫ জন নেতা ৭২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কঙবাজারের ৪টি আসন থেকে ১১ জন প্রার্থী সংগ্রহ করেছেন। বান্দরবান থেকে ১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। খাগড়াছড়ি আসন থেকে ৬ জন প্রার্থী সংগ্রহ করেছেন। রাঙামাটি থেকে কেউ মনোনয়ন ফরম নেননি। এই আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
চট্টগ্রাম–১ মীরসরাই : এই আসন থেকে ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। গতকাল নিজে উপস্থিত থেকে এই আসনের জন্য তার ছেলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেলের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
চট্টগ্রাম–২ ফটিকছড়ি : এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের সন্তান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদাত আনোয়ার সাদী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য নুরুল আলম চৌধুরীর ছেলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী, মোহাম্মদ গোলাম নওশের আলী ও সাবরিনা চৌধুরী।
চট্টগ্রাম–৩ সন্দ্বীপ : এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাজিবুল আহসান ও মোহাম্মদ মিজানুর রহমান।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নং ওয়ার্ড) : এই আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়া, মোহাম্মদ পারভেজ উদ্দীন, নগর আওয়ামী লীগের সদস্য ও চসিক সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দীন আহমেদ মনজু।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ড) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস গনি চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মুহম্মদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শামীম ও মনজুরুল আলম চৌধুরী।
চট্টগ্রাম–৬ (রাউজান) : এই আসনে মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবদুল ওয়াহাব, শাহজাহান ইকবাল বাবু, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন, চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর দিলিপ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ ফরিদ সিআইপি। এই আসন থেকে ফরম নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালীর শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন) : এই আসন থেকে আজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এই আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এখানে আর কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নেননি।
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী, শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত, এবং চসিকের ৩, ৪, ৫, ৬, ৭ নং ওয়ার্ড) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য মো. আরশেদুল আলম বাচ্চু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল কাদের সুজন, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান, মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মনছুর আলম পাপ্পি, এটিএম আলী রিয়াজ খান রঙি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা জাবেদুল আলম মাসুদ, মো. সাইফুল ইসলাম ও কফিল উদ্দিন খান।
চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া–চকবাজার থানাধীন ১৫ থেকে ২৩ নং ওয়ার্ড এবং ৩১–৩৫ নং ওয়ার্ড) : এই আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মুহম্মদ শাহজাহান চৌধুরী, আমিনুল হক, শাহজাদা মোহাম্মদ ফৌজল মুকিম খান, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শফর আলী ও মো. রাশেদুল হাসান।
চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–খুলশী থানাধীন ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড) : এই আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মোহাম্মদ এমদাদুল ইসলাম ও নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শফর আলী।
চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা থানাধীন ২৭ থেকে ৩০ ও ৩৬ থেকে ৪১ নং ওয়ার্ড) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ এনামুল হক, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শফর আলী, কাউন্সিলর জিয়াউল হক সুমন ও মো. রাশেদুল হাসান।
চট্টগ্রাম–১২ (পটিয়া উপজেলা) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হায়দার। সাথে ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন। এ সময় পটিয়া উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই আসনে আরো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মহানগর পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশীদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ তসলিম উদ্দিন রানা ও আলাউদ্দীন মোহাম্মদ আবদুল ওয়াদুদ।
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) : এই আসন থেকে গতকাল কেউ মনোনয়ন ফরম নেননি। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার একাংশ) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, আফতাব মাহমুদ, নাছির উদ্দীন, এম মাসুদ আলম চৌধুরী ও রফিকুল ইসলাম।
চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা, কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়ন ব্যতীত) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দীন।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য সুলতানুল করিব চৌধুরীর সন্তান বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, আরেফ উল হক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুহম্মদ মুজিবুর রহমান চৌধুরী।
কঙবাজার–১ : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন একেএম মহিউদ্দিন বাবর ও রাশেদুল ইসলাম।
কঙবাজার–২ : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন তারেক বিন ওসমান শরীফ ও ইছমত আরা বেগম।
কঙবাজার–৩ : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন কানিজ ফাতেমা আহমেদ, সোহেল সরওয়ার কাজল, মিজান সাঈদ, আতিক উদ্দিন চৌধুরী, ফোরকান আহমদ ও কায়সারুল হক জুয়েল।
কঙবাজার–৪ : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন নুরুল আলম।
পার্বত্য খাগড়াছড়ি : এই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন যতীন্দ্র লাল ত্রিপুরা, রনবিক্রম ত্রিপুরা, ভাবেশ্বর রোয়াজা, চাই থোঅং মারমা, সমীর দত্ত চাকমা ও বাসন্তী চাকমা।
রাঙামাটি : এই আসন থেকে গতকাল প্রথম দিনে কেউ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এই আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
বান্দরবান : এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আসনটি থেকে নির্বাচিত সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।