জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রতিনিধি সভা নগরীর উত্তর নালাপাড়া কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. জবিউল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া। বক্তব্য রাখেন প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, মো. ইয়াকুব, মো. সানাউল্লাহ, মো. ওসমান গনি, আমানুল্লাহ খান, শ্যামল বিশ্বাস, আবদুল মালেক গাজী ও অ্যাডভোকেট একেএম আবু ইউছুপ, মো. বেলাল উদ্দিন, মো. জানে আলম ও মো. আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।












