বৃহত্তর চট্টগ্রামের অনেক কিছু তুলে ধরার সুযোগ রয়েছে

ফাহমিদা রহমান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচার শুরুর কার্যক্রমকে স্বাগত জানিয়ে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাহমিদা রহমান বলেছেন, এটি চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় পাওনা, স্বীকৃতি। তবে শুধু সময় বাড়ালে হবে না। মানসম্পন্ন অনুষ্ঠানও সম্প্রচার করতে হবে। দল মত নির্বিশেষে একজন শিল্পীকে শিল্পী হিসেবে মূল্যায়ন করে অনুষ্ঠান করার সুযোগ দিতে হবে। বিশেষ কোনো গোষ্ঠীর হাতে চ্যানেল জিম্মি হয়ে গেলে তাতে ২৪ ঘণ্টা সম্প্রচার চট্টগ্রামের মানুষের খুব বেশি কাজে আসবে না। চট্টগ্রামের শিল্প-সংস্কৃতির বিকাশের পাশাপাশি সমাজের অভাব অভিযোগ তুলে ধরতে হবে। খবরের মান বাড়াতে হবে। সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে প্রকৃত গণমাধ্যমের ভূমিকা পালন করলে মানুষ উপকৃত হবে।
চট্টগ্রাম কেন্দ্রের অনেক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের বহু কিছু তুলে ধরার সুযোগ রয়েছে। এই অঞ্চলের পর্যটন খাতের বিকাশে এই চ্যানেলটি বহুমুখী কার্যক্রম চালাতে পারে। চট্টগ্রামের আঞ্চলিক গানের বিরাট ভান্ডার রয়েছে। এই ভান্ডার সংরক্ষণে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র অতীতের মতো সামনেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আধুনিক ও আঞ্চলিক গানের পাশাপাশি নজরুল ও রবীন্দ্র সংগীতের অনুষ্ঠানে আরো বেশি গুরুত্ব দেয়ার ওপর জোর দেন তিনি। এই কেন্দ্রকে চট্টগ্রামের সম্পদ আখ্যায়িত করে তিনি বলেন, এটির সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হোক
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় গঠনমূলক অনুষ্ঠান চাই