বৃষ্টি অরুপমা হালদার | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ (৩১,৫০৭) গরমের পরে এল বৃষ্টি এল স্বস্তি এতদিন ছিল যেন মহা অনাসৃষ্টি। গরমে রোগবালাই যেন শেষ নাই– মানুষের হাঁশফাঁস কোথা গেলে শান্তি পাই। সবার মনে এক কথা বৃষ্টি চাই বৃষ্টি চাই বৃষ্টি ছাড়া উপায় নাই।