বৃষ্টি বিদায় করে দিল পাকিস্তানকে, সুপার এইটে যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে গতকাল ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। কিন্তু ম্যাচটির দিকে দৃষ্টি ছিল পাকিস্তানের। কারণ এই ম্যাচে যুক্তরাষ্ট্র হারলে পাকিস্তানের শেষ আটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। ফলে ম্যাচের টসও করা হয়নি নির্ধারিত সময়ে। বাড়তে থাকে অপেক্ষার প্রহর। প্রায় তিন ঘন্টা অপেক্ষা করেও ম্যাচ আয়োজনের মত পরিস্থিতি সৃষ্টি করা যায়নি ফ্লোরিডায়। ফলে কোন রকম বল মাঠে গড়ানো ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর তাতে কপাল পুড়ে পাকিস্তানের। বিদায় নিতে হলো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার পাকিস্তানের শেষ আটে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। যদিও তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে ক্ষীণ একটা সম্ভাবনা জাগিয়ে তুলেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত সে সম্ভাবনায় জল ঢেলে দিল বৃষ্টি। কানাডা এবং পাকিস্তানের বিপক্ষে জয়ে আগেই চার পয়েন্ট ছিল যুক্তরাষ্ট্রের।

গতকাল আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেল যুক্তরাষ্ট্র। আর তাতে চার ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৫। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তাদের অবস্থান। এদিকে পাকিস্তানের একটি ম্যাচ বাকি। সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে। এখন সে ম্যাচে জিতলেও পাকিস্তানের পয়েন্ট হবে ৪। তখন তৃতীয় স্থান পাবে পাকিস্তান। ফলে ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে আসা পাকিস্তানকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে গেল ভারত। টানা তিন ম্যাচে জিতে তাদের পয়েন্ট ৬। একটি ম্যাচ বাকি ভারতের। সেটা কানাডার বিপক্ষে। সে ম্যাচে জিতলে অজেয় থেকে শেষ আটে যাবে ভারত। অপরদিকে গ্রুপ রানারআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধএকটি ছড়ায় পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধএক মাসের ব্যবধানে রিজার্ভ এখন ১৯ বিলিয়নের ঘরে