বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল বিকাল কিংবা দুপুর
মনটা উদাস করা,
বৃষ্টি পড়ে ঝুম –ঝুমা –ঝুম
মেঘের আওয়াজ গুডুম গুডুম
কাঁপায় বসুন্ধরা।
মন বসে না কোনো কাজে
বৃষ্টি পড়ে বাজনা বাজে
শন শনা – শন –শন,
বৃষ্টি মুখর অষ্ট প্রহর
বৃষ্টি পড়ে গ্রাম ও শহর
বৃষ্টি কাড়ে মন।
বৃষ্টি মেয়ে পাগল পারা
বাহির থেকে দেয় ইশারা।
উড়তে মেঘের সাথে,
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
মেঘের সাথে যাচ্ছি উড়ে
দূরের ঐ দেশটাতে।