বৃষ্টি পড়ার গান

শরিফুল ইসলাম | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

 

 

বৃষ্টি পড়ার মৌসুম এলে

গাছের পাতা পাখনা মেলে

পায় যে ফিরে প্রাণ,

ঝুমুরঝুমুর নিত্য করে

গাছের পাতায় বৃষ্টি পরে

শব্দ’টা হয় গান।

গান’টা পেয়ে গাছের পাতা

হেলে দুলে দোলায় মাথা

নাচে সুখের নাচ,

জ্যৈষ্ঠ বোশেখ তীব্র খরা

কাণ্ড শাখা প্রায় যে মরা

বৃষ্টি এলো আজ।

টাপুর টুপুর বৃষ্টি পেয়ে

গাছরা তখন নেচে গেয়ে

ঝরায় যেনো ঘাম,

সবুজ রঙে রাঙিয়ে বন

প্রকৃতিও যে বলে তখন

সুখ’টা পাঠালাম।

পূর্ববর্তী নিবন্ধআমাদের দেশ
পরবর্তী নিবন্ধবইপড়ুয়া কাকতাড়ুয়া