বৃষ্টি নেমেছে শেষে

নার্গিস জাহান | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

আকাশের মেঘ কপাট খুলেছে

বৃষ্টি বিলাবে বলে

হৃদয়ে ঝরছে অঝোরে বৃষ্টি

শান্ত দিঘির জলে।

রোদেলা শহরে বৃষ্টি নেমেছে

শ্রমিকের নোনা ঘামে

বৃষ্টি নেমেছে আষাঢ়ের মাঠে

কদম ফুলের খামে।

বৃষ্টি ভিজালো সেজদার মাটি

জীবনের আহ্বানে

আকাশ ঝরালো ক্ষমার বৃষ্টি

বেদনার অবসানে।

বৃষ্টি নেমেছে চাতকের চোখে

পথের ক্লান্তি মেখে

নদীর ঘাটায় কথার বৃষ্টি

বধূরা কলসি কাঁখে।

চাঁদের মায়ায় বৃষ্টি নেমেছে

জোছনা পড়ছে গলে

বৃষ্টি ঝরছে হৃদয়ে আমার

স্বপ্ন দুয়ার খুলে।

প্রভাতের চোখে আলোর বৃষ্টি

আশার প্রদীপ হাতে

বৃষ্টি শোনালো রিমঝিম গান

টানেলের শেষ রাতে।

বৃষ্টি নেমেছে বুকের নদীতে

অগম পথের শেষে

বৃষ্টি নেমেছে দয়ার সাগরে

আশাতীত ভালোবেসে।

পূর্ববর্তী নিবন্ধছায়া
পরবর্তী নিবন্ধইকবাল হায়দার ও তাঁর সঙ্গীতের সমাজতত্ত্ব মরমীবাদ